কান মাতিয়ে আসছে ঢাকায়

| বৃহস্পতিবার , ২৩ মে, ২০২৪ at ৯:৫৩ পূর্বাহ্ণ

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে জায়গা করে নেওয়া আলোচিত সিনেমা ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’ দেখার সুযোগ হচ্ছে বাংলাদেশের দর্শকদেরও। আগামীকাল শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্সের সব শাখায় চলবে এই সিনেমা। খবর বিডিনিউজের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্টার সিনেপ্লেক্স বলেছে, ‘ম্যাড ম্যাক্স’ ফ্র্যাঞ্চাইজি পাড়ি দিয়েছে চার দশক। ১৯৭৯ সালে মুক্তি পায় প্রথম সিনেমা। এরপর একে একে আসে ‘ম্যাড ম্যাক্স টু’ (১৯৮১), ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থ্যান্ডারডোম’ (১৯৮৫) এবং সবশেষ ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ (২০১৫)

প্রথম তিন সিনেমায় মেল গিবসন নাম ভূমিকায় অভিনয় করেন। ‘ফিউরি রোড’এ এসে যুক্ত হন টম হার্ডি, তার সঙ্গে ছিলেন শার্লিজ থেরন। দীর্ঘ বিরতির পর আবার পর্দায় ফিরছে পরিচালক জর্জ মিলারের কাঙ্ক্ষিত সাইফাই থ্রিলার ‘ম্যাড ম্যাক্স’। এবারের সিনেমার নাম ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। নয় বছর আগে মুক্তি পাওয়া ‘ম্যাড ম্যাক্স : ফিউরি রোড’ এর প্রিক্যুয়েল এটি।

ম্যাড ম্যাক্স’ ফ্রাঞ্চাইজি মূলত সামাজিক ও পরিবেশগত বিপর্যয়ের উপাখ্যান, যা বর্তমান সময়ের সঙ্গেও প্রাসঙ্গিক। সিনেমার গল্প এগিয়েছে তরুণী ফিউরিওসাকে ঘিরে। যাকে গ্রিন প্লেস অব মেনি মাদারস থেকে ফেলে দেওয়া হয়েছে এক ভয়ঙ্কর নারকীয় জগতে। পৃথিবীতে পরিবেশ বিপর্যয় নেমে আসার পর ফিউরিওসাকে ছিনিয়ে নিয়ে যায় লুটেরা বাহিনী। কিন্তু সে হাল না ছেড়ে বিপজ্জনক শত্রুদের বিপক্ষে অসীম সাহসের সঙ্গে লড়াই করে। তার ঘরে ফেরার রুদ্ধশ্বাস সংগ্রামের কাহিনী নিয়ে নির্মিত হয়েছে ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। কান উৎসবে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় গত ১৫ মে। প্রদর্শনী শেষে দর্শকরা ছয় মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান। ফিউরিওসা চরিত্রে অভিনয় করেছেন আনিয়া টেলরজয়। এতে খলচরিত্রে দেখা যাবে ক্রিস হেমসওয়ার্থকে।

পূর্ববর্তী নিবন্ধসাউদার্ন ইউনিভার্সিটিতে উদ্যোক্তা মেলা
পরবর্তী নিবন্ধসিনেমায় ফের সিদ্ধার্থর হাত ধরতে চান কিয়ারা