শরৎ রানির আগমনে

নূরনাহার নিপা | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

নদীর ধারে কাশফুলেরা হাসে

মেঘপরীরা মেঘের ভেলায় ভাসে

আকাশ মাঠে মেঘের ওড়াউড়ি

টুকরো মেঘরা একেকটা আজ ঘুড়ি

ঘুড়ি যেন আকাশের চুমকুড়ি।

কলসি নিয়ে নতুন বধূ ঘাটে

স্বচ্ছ জলে মাছরা সাঁতার কাটে।

মৌ মৌ মৌ ধানের গন্ধে

কৃষান ছুটে মাঠে

আনন্দেরই গান গেয়ে যায়

কৃষকেরা ধান কাটে।

নানান রকম রং বাহারি

গাছের মিহি পাতা

শরৎ রাণির আগমনে

খোলে নতুন খাতা।

পূর্ববর্তী নিবন্ধশরৎ রানি
পরবর্তী নিবন্ধশরৎ রানি