শরৎ রানি

আহসানুল হক | বুধবার , ৪ অক্টোবর, ২০২৩ at ৫:১০ পূর্বাহ্ণ

শরৎ রানি ঘোমটা খুলে

কী অপরূপ রূপ ;

সেই রূপেতে মুগ্ধ যে হয়

শিল্পী কবি খুব !

জ্যোৎস্না আলোয় যায় ভেসে যায়

গ্রাম চরাচর, সব

ভোর সকালে হালকা শিশির

পাখির কলরব !

বকের সারি দেয় তো পাড়ি

ঘনায় যখন সাঁঝ

প্রকৃতিও খুলতে থাকে

রুপলাবণ্য ভাঁজ !

মাঠপ্রান্তর,নদীর তীরে

দোলে কাশের ফুল

শরৎ হলো ঋতুর রানি

নেই কোনো এর তুল !

পূর্ববর্তী নিবন্ধতালের মহাকাব্য
পরবর্তী নিবন্ধশরৎ রানির আগমনে