লোহাগাড়ায় বিট পুলিশিং সভা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২৪ পূর্বাহ্ণ

মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, নারী নির্যাতন প্রতিরোধে লোহাগাড়ায় বিট পুলিশিং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার চুনতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান জয়নুল আবেদিন জনু। এতে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম। চুনতি পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জালাল উদ্দিনের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, চুনতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহে আলম পল্টু, উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মো. নাছির উদ্দিন, খোরশেদ আলম, মো. কামাল উদ্দিন, ইউপি সদস্য মো. মনিরুল মাবুদ রয়েল, এনতেজার হোসেন, জানে আলম, মো. জাফর আলম, তৈয়ব উল্যাহ, শাহ আলম, মো. তালিব আল মুহতাদী, মো. ইয়াছিন, নাছিমা আকতার ও শিরিন সুলতানা প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গণতন্ত্র বিলীন হয়ে যাবে
পরবর্তী নিবন্ধওয়েল পার্ক রেসিডেন্সে বিশ্ব পর্যটন দিবসের সভা