ওয়েল পার্ক রেসিডেন্সে বিশ্ব পর্যটন দিবসের সভা

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে ‘ওয়েল পার্ক রেসিডেন্স’ দিনব্যাপী ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। এ উপলক্ষে গতকাল এক র‌্যালি জিইসি মোড় সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। শেষে হোটেলের সোনার বাংলা হল রুমে ‘বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা ও চট্টগ্রাম’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হোটেলের জেনারেল ম্যানেজার এম.এ মনছুর। তিনি বলেন, পাহাড় সমুদ্র আর বৈচিত্র্যপূর্ণ জীবনধারার অপরূপ সৌন্দর্যমন্ডিত চট্টগ্রামকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোক্তাদেরও ভুমিকা রাখতে হবে। আর দেশীবিদেশী পর্যটকদের আকৃষ্ট করতে আধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন হোটেল সমূহের গুরুত্ব অপরিসীম। এ ব্যাপারে আমাদেরকে সর্ব্বোচ্চ সচেতনতার সাথে কাজ করতে হবে।

আবু কাইয়ুমের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন রানা মজুমদার, মামুন আল রশীদ, মোরশেদউল আলম, রিজাওয়ানুর ইসলাম, তানজির আমীর চৌধুরী, মেসবাহ উদ্দিন, বিশ্বনাথ দাশ, সিরাজুল হক পারভেজ, আব্দুল মাবুদ, পলাশ, জিয়া উদ্দিন, মো. আরিফ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বিট পুলিশিং সভা
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার জন্যই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে