মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করা হবে

মতবিনিময়ে সিডিএ চেয়ারম্যান

| রবিবার , ৫ মে, ২০২৪ at ১০:৪৬ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কার্যালয়ে বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াডের সদস্যবৃন্দের সাথে সিডিএর নবনির্বাচিত চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ মহাসচিব মোহাম্মদ ইউনুছের মতবিনিময় সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়।

শেষে সংগঠনের পক্ষ থেকে তাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মত বিনিময়ে সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান ও বীর মুক্তিযোদ্ধাদের সমাধি সংরক্ষণ করবে সি.ডি.এ। তিনি নগরীতে অধিক হারে সবুজায়ন করার ব্যাপারে গুরুত্বারোপ করেন। পান্টুলাল সাহার সভাপতিত্বে ও কাজী মুহাম্মদ রাজিশ ইমরানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন দীপঙ্কর চৌধুরী কাজল, মেহরাজ তাহসিন শফি, শ্যামল মিত্র, মুকুল দাশ, মাহবুবুল আলম,স্বপন কুমার ভট্টাচার্য রতন দাশ,সৈয়্যদা তাহমিনা সুলতানা,আরাফাতুল মান্নান ঝিনুক,জয়নুদ্দিন আহমেদ জয়, সৈয়্যদা নুসরাত জাহান, আশিকুন নবী চৌধুরী, কাউন্সিলর শাহিন আক্তার রোজি, শাহীন ফেরদৌসী, শবনম ফেরদৌসী, সুচিত্রা গুহ টুম্পা, নন্দিতা দাশ গুপ্তা, রাকিব হোসেন খান রিপন, এম নুরুল হুদা চৌধুরী, জেবুননিসা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্মার্ট শ্রমিক সমাজ গড়ে তুলতে প্রয়োজন সুদৃঢ় ঐক্য
পরবর্তী নিবন্ধশিশুদের মনোবিকাশে প্রয়োজন সংস্কৃতি চর্চা