প্রতিবন্ধী শিশুদের পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণ

রাঙ্গুনিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ মে, ২০২৪ at ৬:৪৮ পূর্বাহ্ণ

এনজিও সংস্থা এওয়াকের চাইল্ড ইম্পাউরমেন্ট প্রোগ্রামের আওতায় রাঙ্গুনিয়ায় প্রতিবন্ধী শিশুদের পরিচর্যার জন্য অভিভাবকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা ইছাখালী সেগুনবাগিচায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন এওয়াকের সমন্বয়কারী সঞ্জিত কুমার দাশ, সহ সমন্বয়কারী সমীর বড়ুয়া শিমুল, সাংবাদিক জগলুল হুদা, থেরাপিস্ট রেজাউল করিম, সিবিআর মাহবুবুল আলম, এপিটি লাভলী বড়ুয়া প্রমুখ। অনুষ্ঠানে ৩০ জন প্রতিবন্ধী শিশুর মায়েরা অংশগ্রহণ করেন।এসময় তাহমিনা হক নামে একজন অভিভাবক ভিন্নধর্মী এই আয়োজনের জন্য এওয়াককে ধন্যবাদ জানান।

পূর্ববর্তী নিবন্ধজুম্‌’আর খুতবা
পরবর্তী নিবন্ধফতেয়াবাদে মুনিরীয়া যুব তবলীগের তরিক্বত কনফারেন্স আজ