লোডশেডিংয়ে যাতে জনদুর্ভোগ না হয় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করুন

সংসদীয় কমিটির আহ্বান

| বুধবার , ২৪ মে, ২০২৩ at ৬:১১ পূর্বাহ্ণ

ঘন ঘন লোডশেডিংয়ের মাধ্যমে সাধারণ জনগণ যাতে দুর্ভোগের শিকার না হয় এবং জনমনে যাতে বিরূপ প্রভাব না পড়ে সে বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। গতকাল সংসদ ভবনে স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ আহবান করা হয়। বৈঠকে কমিটির সদস্য মো. আবু জাহির, মো. নূরুল ইসলাম তালুকদার, খালেদা খানম এবং নার্গিস রহমান অংশগ্রহণ করেন। খবর বাসসের।

বৈঠকে সরকারি প্রতিষ্ঠানসমূহের উপযুক্ত জায়গায় নেট মিটারিং পদ্ধতিতে সোলার প্ল্যান্ট স্থাপন কার্যক্রম ত্বরান্বিত করার সুপারিশ করা হয়। এছাড়া, নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত প্রকল্প ও যেসব প্রকল্পে বৈদেশিক সরাসরি বিনিয়োগ আসবে সেসকল প্রকল্প অগ্রাধিকার দিয়ে প্রাথমিক কার্যক্রম জরুরী ভিত্তিতে নিষ্পন্ন করার সুপারিশ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধআয়কর নিয়ে ড. ইউনূসের ৩ মামলার রায় ৩১ মে
পরবর্তী নিবন্ধর‌্যাব ডিজির মেয়াদ বেড়েছে আরও এক বছর