সমুদ্রকে কেন্দ্র করে সুযোগ রয়েছে সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার

‘সমুদ্রেই ভবিষ্যত’ শীর্ষক সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

নগরীর আগ্রাবাদে জাতিতাত্ত্বিক জাদুঘরে গতকাল শনিবার সকালে ‘সমুদ্রেই ভবিষ্যত’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিভিন্ন কলেজবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। জাতিসংঘের বিশেষায়িত অঙ্গ সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) মেরিটাইম অ্যাম্বাসেডর ও বাংলাদেশ মেরিন একাডেমির সদ্য বিদায়ী কমান্ড্যান্ট ড. সাজিদ হোসেন এ সেমিনারের আয়োজন করেন। তাকে সহায়তা দেন বাংলাদেশ মেরিন একাডেমির প্রকৌশলী প্রশিক্ষক ও বিজনেস ডেভলপমেন্ট অফিসার নৌপ্রকৌশলী আতিকুর রহমান চৌধুরী।

সেমিনারে মূল বক্তব্যে সাজিদ হোসেন ৩৫টি পেশার বিস্তারিত তুলে ধরে বলেন, সময়োচিত সঠিক সিদ্ধান্তে সুবিশাল সমুদ্রে এবং সমুদ্রকে কেন্দ্র করে অসংখ্য কর্মধারায় তরুণতরুণীরা যুক্ত হতে পারেন। তাদের জন্য সৃষ্টি হতে পারে সুনিশ্চিত ভবিষ্যৎ। উচ্চ মাধ্যমিকের পরে মেরিন একাডেমিগুলোতে ব্যাচেলর অব মেরিটাইম সাইয়েন্সে অনার্স ডিগ্রি নেওয়ার সুযোগ আছে। এরপর সমুদ্রগামী জাহাজের ডেক অফিসার, যার সর্বোচ্চ পদ মাস্টার মেরিনার অথবা ক্যাপ্টেন কিংবা মেরিন ইঞ্জিনিয়ার, যার সর্বোচ্চ পদ চিফ ইঞ্জিনিয়ার হওয়া যায়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্নাতকোত্তর সনদ নিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলের ব্যবস্থাপনায়ও রয়েছে অনেক সুযোগ।

সেমিনারে আরও বক্তব্য দেন জাতিতাত্ত্বিক জাদুঘরের উপপরিচালক ড. মো. আতাউর রহমান, সাংবাদিক মো. নুর উদ্দিন আলমগীর এবং এসডিজি ইয়থ ফোরামের প্রেসিডেন্ট নোমান উল্লাহ বাহার।

পূর্ববর্তী নিবন্ধতথ্য-প্রযুক্তির এ যুগে ব্লেন্ডেড শিক্ষা পদ্ধতির কোনো বিকল্প নেই
পরবর্তী নিবন্ধজোরারগঞ্জে সার্বজনীন পেনশন রেজিস্ট্রেশন উদ্বোধন