রাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২৩ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। রাঙ্গুনিয়া স্কুল মাঠে গতকাল শনিবার উদ্বোধনী খেলায় দক্ষিণ রাঙ্গুনিয়া শিলক এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজ ৫১ গোলের ব্যবধানে রাঙ্গুনিয়া সরকারি কলেজকে হারায়। উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি মো. রায়হান মেহেবুব। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বদিউল খায়ের লিটন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি হারুন আল রশিদ, অতিরিক্ত সাধারণ সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ নুরুল আলন আলী, সদস্য মোহাম্মদ পেয়ারুল ইসলাম, সাংবাদিক জগলুল হুদা, শিক্ষক মোতাহেরুল ইসলাম, মো. ফিরোজ, মুসলেম উদ্দিন, মো. নাসির, ফুটবলার আশরাফুল ইসলাম বাবর প্রমুখ। খেলা পরিচালনা করেন ওয়াহিদুল আলম।

পূর্ববর্তী নিবন্ধবিএসএল আন্তঃ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধশফিক বসাক এন্ড কোংয়ের শট পিচ প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন