বিএসএল আন্তঃ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা

| রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

চট্টলবীর এবিএম মহিউদ্দীন চৌধুরী স্মরণে বিএসএল আন্তঃ কলেজবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে নগরীর বিভিন্ন কলেজবিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিনিধিদের নিয়ে এক প্রস্তুতি সভা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের ব্যবস্থাপনায় ও চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফের উদ্যোগে এ টুর্নামেন্টের আয়োজন হচ্ছে। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক নাঈম উদ্দীন নয়নের সভাপতিত্বে ও সদস্য সচিব আহসান উল্লাহ খান সাকিবের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চকবাজার থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জি.এম তাওসীফ। এসময় উপস্থিত ছিলেন সানজিদুল হক রাব্বী, ইয়াছিন আরাফাত, পেয়ার মোহাম্মদ, আবিদ ফৌরদৌস, মো. ইসমাঈল, মো. হাসিব, মো. সুমন, সাফায়েত হোসেন, জাহেদ, তকি, জীবন চৌধুরী, সামি, আসিফ, শাহিন, কলিম, মিনহাজ, মো. ইউসুফ, মো. বেলাল প্রমুখ। এছাড়াও নগরীর বিভিন্ন কলেজবিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধফারাজ করিম চৌধুরী অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন