ফারাজ করিম চৌধুরী অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাউজান প্রতিনিধি | রবিবার , ২৬ মে, ২০২৪ at ৮:২২ পূর্বাহ্ণ

রাউজান সরকারি কলেজ মাঠে ফারাজ করিম চৌধুরী অনূর্ধ্ব১৫ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। গত ২৪ মে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ও ওয়াই কে বি ফ্রেন্ডশীপ ক্লাবের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি রাশেদুল আলম। আরমান শান্তের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার ইকবাল হোসেন, ইয়াকুব আলী, মোহাম্মদ অসিফ,আরমান সিকদার, মুহাম্মদ নাছির, ফয়সল মাহমুদ, এস এম আকরাম আলী, সেলিম উদ্দিন প্রমুখ। উদ্বোধনী খেলায় ডাবুয়া খোশাল তালুকদার ঐক্য পরিষদ একাদশকে ২০ গোলে পরাজিত করে ইয়াছিন স্মৃতি ফুটবল একাদশ।

পূর্ববর্তী নিবন্ধসিটি টাইগার্স দলের জার্সি উন্মোচন
পরবর্তী নিবন্ধবিএসএল আন্তঃ কলেজ-বিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্টের প্রস্তুতি সভা