রিকভারি টেবিল টেনিস লিগ সম্পন্ন

| মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি, ২০২২ at ১১:৪০ পূর্বাহ্ণ

সমপ্রতি মাদকাসক্তি থেকে সুস্থতা প্রয়াসী ব্যক্তিদের শারীরিকভাবে সচল এবং মানসিকভাবে চাঙ্গা রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয়ের উদ্যোগে এবং আর্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের সার্বিক ব্যবস্থাপনায় রিকভারি টেবিল টেনিস লিগ (আর.টি.টি.এল) এর আয়োজন করা হয়েছে। চট্টগ্রাম মহানগরীর ১৭টি বেসরকারি নিরাময় কেন্দ্রের মাদকাসক্তি থেকে সুস্থতা প্রয়াসী ৭৬জন ব্যক্তি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। গত ৩০ জানুয়ারি রোববার রিকভারি টেবিল টেনিস লিগের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। আর্ক মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের প্রতিষ্ঠাতা বিশিষ্ট সমাজকর্মী পারভেজ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মুজিবুর রহমান পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম মেট্রো কার্যালয় সহকারী পরিচালক সৌমেন মন্ডল এবং বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি এবং চট্টগ্রাম ব্যুরো চীফ সারোয়ার সুমন। এছাডাও চট্টগ্রামের সকল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রের পরিচালকবৃন্দ এবং অংশগ্রহনকারী খেলোয়াড় ও বিপুল সংখ্যক মাদকাসক্তি থেকে সুস্থতা প্রয়াসী ব্যক্তি এতে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ডিএনএস’কে সহযোগিতা ও আরটিটিএল সফলভাবে হোস্ট করার জন্য আর্ক সহ অংশগ্রহণকারী সকল মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রসমূহকে ধন্যবাদ জানান। তিনি রিকভারিং এডিক্ট ও চিকিৎসাধীন এডিক্টদের অবশ্যই অসৎ সঙ্গ থেকে দূরে থাকতে পরামর্শ দেন। তিনি উপস্থিত পুনর্বাসন কেন্দ্রসমূহের প্রতিনিধিদের চিকিৎসার মান উন্নয়নের ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে বিশেষ বক্তা সাংবাদিক সরোয়ার সুমন এই অনন্য আয়োজনের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আর্ককে ধন্যবাদ জানান। তিনি বর্তমানে চিকিৎসাধীনদের উদ্দেশ্যে বলেন আসক্তির রকম ভিন্ন। তিনি তার অভিজ্ঞতার আলোকে বলেন আসক্তির কারণে কেউ পিতা মাতা তথা পরিবার পরিজনের প্রতি দায়িত্ব পালন করতে পারে না। আসক্তি থেকে মুক্ত থাকতে তিনি স্পোর্টসসহ গঠনমূলক কাজে নিয়োজিত করার উপর গুরুত্বারোপ করেন। সভাপতি তার বক্তব্যে ডিএনসি এবং অন্যান্য চিকিৎসা কেন্দ্রগুলোকে ধন্যবাদ জানান। তিনি বলেন এত বেশী সংখ্যক চিকিৎসাকেন্দ্রের অংশগ্রহনে এমন প্রতিযোগিতা দেশে এই প্রথম। এর দ্বারা পুনর্বাসন কেন্দ্রসমূহের মধ্যে সমন্বয় সাধন ও বোঝাপড়া বৃদ্ধি পাবে যা মাদকাসক্তি চিকিৎসার প্রসার এবং উন্নয়ন ঘটাবে। আর্ক এর সিনিয়র এডুকেটর চৌধুরী সামসুল হাসান মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে পুরস্কার বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনিমতলা প্রিমিয়ার ক্রিকেট লিগের উদ্বোধন
পরবর্তী নিবন্ধকনফিডেন্স সিমেন্ট ১ম বিভাগ ক্রিকেট লিগে নওজোয়ানের বিশাল জয়