নতুন ব্রিজ এলাকায় ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বে হামলা, আহত ৫

২৮টি টেম্পো ভাঙচুর

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:১৯ পূর্বাহ্ণ

নগরীর বাকলিয়া থানার নতুন ব্রিজ এলাকায় চাঁদা না দেওয়ায় দুর্বৃত্তদের হামলার ৫ জন আহত হয়েছেন। এসময় ২৮টি টেম্পো ভাঙচুরের অভিযোগ করেছে স্থানীয় টেম্পো স্ট্যান্ডের নেতৃবৃন্দ। গতকাল রোববার বিকেলে এই ঘটনা ঘটে। আহত ৫ জনের মধ্যে মিঠুন রায়, আরিফ, মো হোসেন ও সেলিমকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব আহমেদ জানান, ঝুট ব্যবসা নিয়ে দ্বন্দ্বের জের ধরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ব্যবসায়ী নবী হোসেন জানান, স্থানীয় সন্ত্রাসী বাহাদুর আমার কাছে চাঁদা দাবি করেন। তাকে চাঁদা না দেয়ায় রোববার বিকেলে সন্ত্রাসীদের নিয়ে আমার লোকজনের ওপর হামলা চালায়। হামলায় ৫ জন আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এদিকে স্থানীয় টেম্পো শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জানে আলম বলেন, নিজেরা জুট ব্যবসায় ভাগবাটোয়ারা করতে না পেরে আমাদের উপর হামলা চালানো হয়। আমাদের ২৮টি টেম্পো ভাঙচুর করেছে। পথচারীসহ আমাদের কয়েকজন চালক আহত হয়েছেন। আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় ব্যাটারি রিকশার ধাক্কায় দুই শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধলাশ গুমের আগে আলাদা করা হয় খুলি ও ধড়