ঝুঁকি এড়াতে ১২ ঘণ্টা বন্ধ বঙ্গবন্ধু টানেল

আনোয়ারা প্রতিনিধি | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:১১ পূর্বাহ্ণ

ঘূর্ণিঝড় রেমালএর প্রভাবে ঝুঁকি এড়াতে ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যা ৬ টা থেকে সোমবার ভোর ৬ টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য টানেল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয় বলে জানা গেছে।

বঙ্গবন্ধু টানেল প্রকল্পের সহকারী প্রকৌশলী তানভীর রিফা বলেন, ‘ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে চট্টগ্রাম ও কঙবাজার সমুদ্রবন্দরে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখানো হয়েছে। যার কারণে ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে কর্তৃপক্ষ রোববার সন্ধ্যা ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য বঙ্গবন্ধু টানেল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং এটি কার্যকরও করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধঅপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধ১৭ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত বিমানবন্দর