অপহরণ করে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কুমিল্লা থেকে স্কুলছাত্রী উদ্ধার

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:১০ পূর্বাহ্ণ

বায়েজিদে এক স্কুলছাত্রীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ মে সকাল ৭টার দিকে কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে মো. আকাশ (২৪) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। কুমিল্লার ভাঙ্গুরা উপজেলার চন্দ্রনাইল বরিছাড়া এলাকায় তার বাড়ি। ওই এলাকার মো. ফুল মিয়ার ছেলে আকাশ। স্কুলছাত্রীকে ‘অপহরণের’ আগে নগরীর বায়েজিদের বার্মা কলোনির মনোয়ারার বাড়িতে থাকতো ওই যুবক। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, ভিকটিমকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদে সে জানায়, তাকে কৌশলে অপহরণ করে এবং বিয়ের প্রলোভন দেখিয়ে গত ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত একাধিকবার ধর্ষণ করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি ঘটনার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আকাশকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার আকাশ ওয়াইফাই ও ডিস লাইনের কর্মচারী হিসেবে কাজ করে। তিন মাস আগে বাসায় ডিস লাইন সংযোগ দিতে গিয়ে পরিচয় হয় দশম শ্রেণি পড়ুয়া ওই স্কুলছাত্রীর সঙ্গে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২২ মে সকাল সাড়ে ৯টার দিকে কোচিং করতে গিয়ে আর বাসায় ফিরে না আসায় ওই ছাত্রীর খালা আত্মীয়স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেন। পরে জানতে পারেন, ভিকটিম ও অভিযুক্ত আকাশ কুমিল্লায় চলে গেছে। অভিযোগ পেয়ে ২৫ মে সকালে কুমিল্লার দেবীদ্বার এলাকা থেকে অভিযুক্ত আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ভিকটিমকেও উদ্ধার করা হয়।

পূর্ববর্তী নিবন্ধনিষেধ অমান্য করে সাঁকোতে অটোরিকশা,ভেঙে পড়ল খালে
পরবর্তী নিবন্ধঝুঁকি এড়াতে ১২ ঘণ্টা বন্ধ বঙ্গবন্ধু টানেল