রফিকুল আনোয়ার ছিলেন গণমানুষের নেতা

নানুপুর লায়লা কবির কলেজে স্মরণসভায় বক্তারা

| বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

নানুপুর লায়লা কবির কলেজে গত ২৫ অক্টোবর প্রতিষ্ঠাতা রফিকুল আনোয়ারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ফখরুল আনোয়ার, খাদিজাতুল আনোয়ার সনি এমপি, মো.আইয়ুব আলী, জালাল হোসেন, কলেজ প্রতিষ্ঠাতা ফরিদুল আনোয়ারের পুত্র ফাহাদুল আনোয়ার।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজন কুমার শীলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, কলেজের অধ্যাপক ফজলুল করিম, অধ্যাপক নইম কাদের, অধ্যাপক বিশ্বজিত চক্রবর্তী, অধ্যাপক অনুপম চৌধুরী, অধ্যাপক কানু কুমার দে, অধ্যাপক সমীরণ বড়ুয়া, অধ্যাপক ভবরঞ্জন বণিক, অধ্যাপক আবদুর রহিম, অধ্যাপক জান্নাতুল ফেরদৌসী ও অধ্যাপক রূপন দাশ। হাসান রেজাউল করিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে কলেজ প্রতিষ্ঠাতার বাবা মরহুম কবির আহমদ, মা লায়লা বেগম, রফিকুল আনোয়ার, ফরিদুল আনোয়ার ও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আকবর আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভা সঞ্চালনা করেন কলেজের বাংলা বিভাগের অধ্যাপক পংকজ দেব অপু। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচা বোর্ডের শুদ্ধাচার পুরস্কার প্রদান
পরবর্তী নিবন্ধমহেশখালীতে এক রাতে ৩ দোকানে ডাকাতি