মহেশখালীতে এক রাতে ৩ দোকানে ডাকাতি

ব্যবসায়ী ছুরিকাহত

মহেশখালী প্রতিনিধি | বুধবার , ২৭ অক্টোবর, ২০২১ at ১১:২২ পূর্বাহ্ণ

মহেশখালীতে একই রাতে তিনটি প্রতিষ্ঠানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা এসব দোকান থেকে নগদ টাকা, কাপড়, মোবাইলফোনসহ কয়েক লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অভিযোগ। এ ঘটনায় ডাকাতদের বাধা দিতে গিয়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত করেছে ডাকাতদল। উপজেলার শাপলাপুর ইউনিয়নের বড় বাজারে গতকাল মঙ্গলবার ভোর রাতে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা জানান, মঙ্গলবার ভোর রাত ২টায় উপজেলার শাপলাপুর বাজারে জাফর ক্লথ স্টোরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা দরজা ভেঙ্গে দোকান থেকে নগদ টাকা ও মালামাল লোড করতে থাকে। ডাকাতদের বাধা দেওয়ায় ব্যবসায়ী সাইদুল ইসলাম (২৩) কে ডাকাতরা ছুরিকাঘাত করে। ডাকাতরা দোকান থেকে নগদ ১৫ হাজার টাকা, ২টি মোবাইল ফোন, ও লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। দোকান মালিকের অভিযোগ, স্থানীয় আবুল কালাম, ওয়াসিম ও বাক্কুইস্যার নেতৃত্বে এ ঘটনা ঘটেছে। এছাড়াও একই বাজারের বেলালের বিকাশের দোকান ও জাহাঙ্গীরের কাপড়ের দোকানেও একই ধরণের ঘটনা ঘটেছে। বিকাশ দোকানদার বেলাল জানান তার দোকান থেকে নগদ ৬১ হাজার টাকা, ১টি মোবাইল, বেশ কিছু মিনিট কার্ড নিয়ে যায় ডাকাতদল। পুলিশ ও শাপলাপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক এবং ইউপি সদস্য জসিম উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শাপলাপুর ইউপি চেয়ারম্যান এস এম আব্দুল খালেক চৌধুরী বলেন, আবুল কালাম ও বাক্কুইস্যার নামের দুই ডাকাত শাপলাপুরে প্রায় সময় চুরি ছিনতাই ও ডাকাতি করে থাকে। তাদের বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা না নেওয়ার কারনে তারা বড় ধরনের অপরাধ করে যাচ্ছে। মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই জানান, তিনি বিষয়টি অবগত রয়েছেন,পুলিশ অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধরফিকুল আনোয়ার ছিলেন গণমানুষের নেতা
পরবর্তী নিবন্ধব্রেস্ট ক্যান্সার সচেতনতা লিফলেট ও মাস্ক বিতরণ