যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি বিএনপি জোটের

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারের দুর্নীতির প্রতিবাদে এবং ১০ দফা বাস্তবায়নের দাবিতে যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও সমমনা রাজনৈতিক জোট। গতকাল শুক্রবার লেডিস ক্লাবে এতিমওলামাদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলের আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ১ এপ্রিল সারাদেশের সব মহানগর ও জেলায় দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। ৮ এপ্রিল সব মহানগরের থানা পর্যায়ে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। এছাড়া ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত বিভাগের সময়সূচি অনুযায়ী

বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশের সব ইউনিয়ন পর্যায়ে প্রচারপত্র বিলি, মানববন্ধন অথবা অবস্থান কর্মসূচি পালন করা হবে। খবর বাংলানিউজের। বিভাগ ওয়ারি কর্মসূচি পালনের তারিখও ঘোষণা করেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, আগামী ৯ এপ্রিল রংপুর ও চট্টগ্রাম বিভাগ, ১০

এপ্রিল রাজশাহী ও সিলেট, ১১ এপ্রিল খুলনা ও কুমিল্লা, ১২ এপ্রিল ঢাকা ও বরিশাল এবং ১৩ এপ্রিল ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের ইউনিয়ন পর্যায়ে এসব কর্মসূচি পালন করা হবে। এ সময় বিএনপির মহাসচিব বলেন, আজকে আমাদের রাজনৈতিক কর্মসূচি দেওয়ার কথা নয়। তারপরও দেশের যে অবস্থা

তৈরি হয়েছে আমরা বাধ্য হয়েছি রমজান মাসেও সাধারণ মানুষকে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন, দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করার যে আন্দোলন, আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার যে আন্দোলন, ৩৫ লাখ মানুষের মিথ্যা মামলা প্রত্যাহারের যে আন্দোলন, সর্বোপরি এদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তাকে আমরা চলমান রাখতে চাই, সেজন্য এ কর্মসূচি দিয়েছি।

পূর্ববর্তী নিবন্ধঅবশেষে ২৩ শহীদের কবর এক জায়গায়
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জের সাথে চাক্তাইয়ের শ্রমিকদের মজুরি বৈষম্য