‘ম্যাজিক বাউলিয়ানা’র চট্টগ্রাম পর্বের অডিশন রাউন্ড আজ

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ৩ জুন, ২০২২ at ৪:২৯ পূর্বাহ্ণ

বর্তমান প্রজন্মের কাছে এবং সারা বিশ্বে বাংলার বাউল সংগীতকে পৌঁছে দিতে মাছরাঙা টেলিভিশনে চতুর্থবারের মতো শুরু হচ্ছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২২’। চট্টগ্রামের প্রতিযোগীদের মাধ্যমে এবারের আয়োজনের অডিশন পর্ব শুরু হচ্ছে। আজ শুক্রবার সকাল ৯টায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে অডিশন পর্বটি অনুষ্ঠিত হবে। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিকের পৃষ্ঠপোষকতায় আয়োজনটির উদ্দেশ্য ঐতিহ্যবাহী লোকগানের এই আবেদনকে বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দেওয়া। ম্যাজিক বাউলিয়ানার এই আয়োজনে বিচারক হিসেবে দায়িত্ব পালন করবেন শফি মন্ডল, শাহানাজ বেলি ও আরিফ দেওয়ান। আয়োজনের মূল পর্বে উপস্থাপনার দায়িত্বে থাকবেন সংগীত জগতের পরিচিত দুই ভাইবোন সন্ধি ও স্বাগতা।

এবার শুধু দেশ নয়, দেশের বাইরে থেকেও যে কেউ বাংলা বাউল গান গেয়ে অংশ নিতে পারবে এই প্রতিযোগিতায়। চট্টগ্রামের পর বাংলাদেশের বাকি ছয়টি অঞ্চল ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, কুষ্টিয়া ও ময়মনসিংহে অনুষ্ঠিত হবে ম্যাজিক বাউলিয়ানার অডিশন রাউন্ড।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশ রানীর এমবিই খেতাব পেলেন নাদিয়া
পরবর্তী নিবন্ধকাস্টমস ও বন্ড কর্মকর্তাদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বিজিএমইএর