৬ জুন বাজেট ঘোষণা

| শুক্রবার , ১০ মে, ২০২৪ at ১০:৫১ পূর্বাহ্ণ

আগামী ৬ জুন ২০২৪২৫ অর্থবছরের বাজেট প্রস্তাব সংসদে পেশ করা হবে বলে আশা করা হচ্ছে। এদিন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতীয় বাজেট উত্থাপন করবেন। খবর বাসসের।

অর্থ মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, আগামী ৬ জুন, ২০২৪২৫ অর্থবছরের বাজেট উত্থাপনের দিন নির্ধারণ করা হয়েছে। বাজেট পেশের দিনক্ষণ ঠিক করে ইতোমধ্যে কর্মকর্তাদের দায়িত্ব বন্টন করে দেওয়া হয়েছে। অর্থ বিভাগ সূত্র জানায়, ২০২৪২৫ অর্থবছরের বাজেট হবে প্রায় ৮ লাখ কোটি টাকার, যা হবে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আকারের বাজেট। এবারের বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে বলে ওই কর্মকর্তা জানান।

পূর্ববর্তী নিবন্ধচলে যাচ্ছেন পিটার হাস, নতুন রাষ্ট্রদূত হচ্ছেন ডেভিড মিল
পরবর্তী নিবন্ধফটিকছড়িতে পুকুরে ডুবে শিশুর মৃত্যু