মুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে

বিজয় মেলা মঞ্চে মহিলা সমাবেশ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৮ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের বিজয় মেলা মঞ্চে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ সাবিহা মূসা বলেছেন, শুধুমাত্র দেশের প্রচলিত আইন নয়, নারীর প্রতি বিভিন্ন প্রকারের সহিংসতা বন্ধ করে এবং তাঁদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তনের মধ্য দিয়ে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হবে। সবচেয়ে বেশি পীড়াদায়ক বিষয়টা হল নারী নির্যাতন, ধর্ষণ ও পারিবারিক সহিংসতার বিরুদ্ধে আইন হয়েছে বাস্তবে সে আইনকে প্রতিফলিত করার জন্য প্রয়োজন মানবিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। স্বাধীনতা যুদ্ধে নারীদের আত্মত্যাগের ইতিহাস তরুণ প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
১৯৭১ সালে ৩০ লক্ষ শহীদের পাশাপাশি ২লক্ষ নারীর আত্মত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি সেটি কখনো ভুলে যাওয়ার মত নয়। প্রতিটি ক্ষণে প্রত্যেক নারীদের মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে গতকাল সোমবার বিকেলে মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ মহিলা স্কোয়াডের মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিনের সভাপতিত্বে ও কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মালেকা চৌধুরী, হাসিনা আক্তার টুনু, কাউন্সিলর হুরে আরা বিউটি, কাউন্সিলর তসলিমা নুরজাহান রুবি, কাউন্সিলর আঞ্জুমান আরা, কাউন্সিলর শাহীন আক্তার রোজী, শারমীন ফারুক। বক্তব্য রাখেন লাইলা এটলী, আশেয়া আলম, আয়েশা সিদ্দিকী, কান্তা ইসলাম মিনু, নন্দিতা দাশগুপ্ত, রিপা সরকার, জেনিফা আলম, অ্যাড. সীমা আক্তার, পান্না আক্তার, আফরোজা আক্তার, ময়না বেগম, তপতী সরকার, মনোয়ারা বেগম মনি, ঝর্না বড়ুয়া, জোহরা বেগম, মুন্নি বেগম, সানিয়া কবির প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু
পরবর্তী নিবন্ধলিচুবাগান ফেরিঘাট পারাপারে দীর্ঘ অপেক্ষা