যুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু

লন্ডনে আক্রান্তদের ৪০ শতাংশই ওমিক্রন সংক্রমিত

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৭ পূর্বাহ্ণ

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর বিডিনিউজের। জনসন জানান, যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালেও ভর্তি হচ্ছে। তিনি বলেন, দুঃখের সঙ্গেই জানাচ্ছি, ওমিক্রনে আক্রান্ত হয়ে মানুষজন হাসপাতালে যাচ্ছে এবং অন্তত একজন রোগীর মৃত্যু হয়েছে। এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেওয়াই সবচেয়ে ভাল উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না। যুক্তরাজ্যে অস্বাভাবিক হারে ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। লন্ডনে কোভিড আক্রান্তদের ৪০ শতাংশই এখন এই ধরনে সংক্রমিত। তাই যত দ্রুত সম্ভব নাগরিকদের কোভিড টিকার বুস্টার ডোজ নেওয়ার তাগাদা দেওয়া হচ্ছে।গত ২৭ নভেম্বর প্রথম ওমিক্রন শনাক্ত হয় যুক্তরাজ্যে। এই ধরনের বিস্তার ঠেকাতে কঠোর বিধিনিষেধ আরোপ করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। রবিবারই দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেছিলেন, ওমিক্রনের ঢেউ আসন্ন হয়ে উঠেছে। যুক্তরাজ্য বলছে, কোনও পদক্ষেপ না নেওয়া হলে এ মাসের শেষ নাগাদ প্রায় ১০ লাখ মানুষ ওমিক্রন আক্রান্ত হবে।

পূর্ববর্তী নিবন্ধ‘টাইম ২০২১ পারসন অব দ্যা ইয়ার’ ইলন মাস্ক
পরবর্তী নিবন্ধমুক্তিযুদ্ধে নারীদের আত্মত্যাগের ইতিহাস তুলে ধরতে হবে