মিয়ানমারে পুরুষদের বিদেশে কাজ করতে যেতে বাধা

| শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

নাগরিকদের জন্য সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করে গত ফেব্রুয়ারিতে আইন জারির পর এবার ১৮ থেকে ৩৫ বছর বয়সী পুরুষদের বিদেশে কাজে যাওয়ার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। গত বৃহস্পতিবার জান্তা সরকারের পক্ষ থেকে বলা হয়, যাদের জন্য সেনাপ্রশিক্ষণ গ্রহণ বাধ্যতামূলক তাদের বিদেশে কাজে যাওয়ার অনুমতি চেয়ে করা আবেদনপত্র গ্রহণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিডিনিউজের।

মিয়ানমারের গৃহযুদ্ধ পরিস্থিতি দিন দিন জটিল আকার ধারণ করছে। সীমান্ত অঞ্চলের বেশ কিছু এলাকায় সশস্ত্র বিদ্রোহী জোটের কাছে হেরে গিয়েছে দেশটির সেনাবাহিনী। এ পরিস্থিতিতে দেশের সব তরুণতরুণীদের জন্য সেনাপ্রশিক্ষণ বাধ্যতামূলক করে ফেব্রুয়ারিতে একটি আইন জারি করে মিয়ানমারের জান্তা সরকার। যেখানে বলা হয়, ১৮ থেকে ৩৫ বছর বয়সের সব পুরুষ এবং ১৮ থেকে ২৭ বছর বয়সের সব নারীদের অন্তত দুই বছর সেনাবাহিনীর অধীনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। ওই আইন জারির পর অনেকেই সেনাপ্রশিক্ষণ গ্রহণ এড়াতে নানা ভাবে দেশ ছাড়ার প্রচেষ্টা শুরু করে বলে জানা গেছে। এশিয়া ও ম্যধপ্রাচ্যের বিভিন্ন দেশে মিয়ানমারে অনেক মানুষ কাজ করেন। আগে সরকার থেকে মিয়ানমারের নাগরিকদের বিদেশে কাজ করতে যেতে কোনো বাধা দেওয়া হত না। সেনাপ্রশিক্ষণ নিয়ে আইন জারির পর মিয়ানমারের প্রায় এক লাখ পুরুষ বিদেশে কাজ করতে যাওয়ার জন্য অনুমতি চেয়ে আবেদন করেছেন বলে জানায় বিবিসি। যা অন্যান্য সময়ের তুলনায় বেশি। এ থেকেই বোঝা যাচ্ছে তরুণরা দেশ ছেড়ে পালাতে চাইছেন। বিবিসি জানায়, এর আগেও মিয়ানমারের তরুণরা বিবিসি প্রতিনিধিদের কাছে তাদের দেশ ত্যাগের মরিয়া চেষ্টার কথা জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত তুরস্কের
পরবর্তী নিবন্ধবিক্ষোভের অধিকার সবার আছে, বিশৃঙ্খলার নয় : বাইডেন