‘টাইম ২০২১ পারসন অব দ্যা ইয়ার’ ইলন মাস্ক

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের এ বছরের ‘পার্সন অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন টেসলা ও স্পেসএঙ কাণ্ডারী ও বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। খবর বিডিনিউজের।
টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ ও প্রধান নির্বাহী এডওয়ার্ড ফেলসেন্থাল মাস্ককে নিয়ে বলেছেন, পার্সন অফ দ্য ইয়ার হলো প্রভাবের মানদণ্ড, আর খুব কম মানুষই পৃথিবীর জীবনের উপর মাস্কের চেয়েও বেশি প্রভাব ফেলতে পেরেছেন; হয়তো পৃথিবীর বাইরের জীবনের ক্ষেত্রেও। সামাজিক মাধ্যমে মাস্কের খেপাটে উপস্থিতির কথাও ভোলেনি টাইম ম্যাগাজিন। মাস্কের ব্যক্তিত্ব, বিভিন্ন উদীয়মান প্রযুক্তি খাতে তার উপস্থিতি এবং টানা কয়েক বছর ধরে টেসলা এবং স্পেসএঙের সাফল্য তাকে ‘পারসন অফ দ্য ইয়ার’ খেতাবের উপযুক্ত করে তুলেছে মন্তব্য করেছে টাইম ম্যাগাজিন।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রযুক্তিতে কোভিড রোগীদের গতিবিধি অনুসরণ পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার
পরবর্তী নিবন্ধযুক্তরাজ্যে ওমিক্রনে প্রথম রোগীর মৃত্যু