নতুন প্রযুক্তিতে কোভিড রোগীদের গতিবিধি অনুসরণ পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের গতিবিধি অনুসরণে পাইলট প্রজেক্টের আওতায় খুব শিগগিরই নতুন প্রযুক্তি ব্যবহারের পদক্ষেপ নিতে চলেছে দক্ষিণ কোরিয়া। মানুষের ব্যক্তিগত গোপনীয়তা সুরক্ষার বিষয়টি নিয়ে উদ্বেগের মধ্যেও দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তা, চেহারা শনাক্তকরণ এবং হাজার হাজার সিসি ক্যামেরা ব্যবহার করে রোগীদের গতিবিধি অনুসরণ করবে। খবর বিডিনিউজের। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের উপকণ্ঠে অবস্থিত অন্যতম জনবহুল শহর বুশানে এই নজরদারি করা হবে। জাতীয়ভাবে অর্থায়ন করা এই পাইলট প্রজেক্টের কাজ জানুয়ারিতে শুরু হবে বলে জানিয়েছেন সেখানকার এক কর্মকর্তা। নতুন এই ব্যবস্থায় ১০,৮২০টির বেশি ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজ বিশ্লেষণে কৃত্রিম বুদ্ধিমত্তা ও ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হবে। এর মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির গতিবিধি অনুসরণের পাশাপাশি তাদের সংস্পর্শে আসা মানুষদেরকে শনাক্ত করা হবে। তারা মাস্ক পরেছেন কি না তাও লক্ষ্য করা হবে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়কে এ সংক্রান্ত ১১০ পাতার একটি পরিকল্পনা দিয়েছে বুশান কর্তৃপক্ষ। একজন এমপি’র কাছ থেকে এ পরিকল্পনার একটি অনুলিপি হাতে পেয়েছে রয়টার্স। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশের সরকার নতুন নতুন প্রযুক্তির দ্বারস্থ হওয়ার পাশাপাশি আইনগত ক্ষমতাও বাড়িয়েছে।

পূর্ববর্তী নিবন্ধসোভিয়েত ইউনিয়নের পতনে টেক্সিও চালাতে হয়েছে পুতিনকে
পরবর্তী নিবন্ধ‘টাইম ২০২১ পারসন অব দ্যা ইয়ার’ ইলন মাস্ক