টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় বাংলাদেশের সৈকত

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপেও থাকছেন বাংলাদেশের আম্পায়ার। শুক্রবার এই টুর্নামেন্টের জন্য ২০ জনের আম্পায়ার নির্বাচিত করেছে আইসিসি, তাদের মধ্যে আছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। গত ২৮ মার্চ প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসি এলিট প্যানেল অব আম্পায়ারের তালিকায় অন্তর্ভুক্ত হন সৈকত। গত বছর ওয়ানডে বিশ্বকাপেও ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। আরও একাধিক আইসিসি ইভেন্টে আম্পায়ারিং করেছিলেন সৈকত।

২০২৪ টিটোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়াল আম্পায়ার: ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওর্থ, আলাহুডিয়েন পালেকার, রিচার্ড কেটেলবোরো, জয়ারমন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাসকি, আহসান রাজা, রশিদ রিয়াজ, পল রেইফেল, ল্যাংটন রুজেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, রডনি টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও আসিফ ইয়াকুব। ম্যাচ রেফারি: ডেভিড বুন, জেফ ক্রো, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগল শ্রীনাথ।

পূর্ববর্তী নিবন্ধওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা
পরবর্তী নিবন্ধমোহামেডানের কাছ থেকে পয়েন্ট কেড়ে নিল চট্টগ্রাম আবাহনী