সোভিয়েত ইউনিয়নের পতনে টেক্সিও চালাতে হয়েছে পুতিনকে

| মঙ্গলবার , ১৪ ডিসেম্বর, ২০২১ at ৯:১৬ পূর্বাহ্ণ

১৯৯১ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের পতন নিয়ে নিজের দুঃখের কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্‌লাদিমির পুতিন। বলেছেন, সেই সময় বাড়তি আয়ের জন্য তাকে ট্যাক্সি চালক হিসাবেও কাজ করতে হয়েছে। খবর বিডিনিউজের। সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে সৃষ্ট অর্থনৈতিক সমস্যার কারণে তখন রাশিয়ার অনেককেই অর্থ আয়ের জন্য নতুন পথ ধরতে হয়েছিল। পুতিন সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়াকে ঐতিহাসিক রাশিয়ার পতন বলে বর্ণনা করেছেন। রবিবার রাশিয়া, সর্বশেষ ইতিহাস নামে প্রচারিত এক তথ্যচিত্রে তিনি এমন মন্তব্য করেন। পুতিনের এই মন্তব্য সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত ইউক্রেইনকে ঘিরে তার বিশেষ উদ্দেশ্য নিয়ে তৈরি হওয়া জল্পনা আরও উস্কে দিতে পারে বলে জানিয়েছে বিবিসি। ইউক্রেইন সীমান্তে ৯০ হাজারের বেশি সেনা সমাবেশ করেছে রাশিয়া। ইউক্রেইনে রাশিয়া আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে। তার মধ্যেই পুতিন ওই মন্তব্য করলেন। রাশিয়া অবশ্য এই আশঙ্কা উড়িয়ে দিয়ে ইউক্রেইনের বিরুদ্ধে উস্কানি দেওয়ার অভিযোগ করেছে এবং পূর্বাঞ্চলে যাতে নেটো জোটের বিস্তার না ঘটে সেই নিশ্চয়তা দাবি করেছে।

পূর্ববর্তী নিবন্ধএকদিনে ১০ ডোজ টিকা নিলেন তিনি!
পরবর্তী নিবন্ধনতুন প্রযুক্তিতে কোভিড রোগীদের গতিবিধি অনুসরণ পরিকল্পনা দক্ষিণ কোরিয়ার