চন্দনাইশে আগুনে পুড়েছে ৩ দোকান ও বসতঘর

চন্দনাইশ প্রতিনিধি | শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:০৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ টি দোকান ও ১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বুধবার সকালে উপজেলার বরমা ইউনিয়নের ধামাইরহাট ও গত বৃহস্পতিবার দুপুরে দোহাজারী পৌরসভায় পৃথক এ ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।

বরমায় আগুনে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলেন আমিনুল হক (আমির মেডিকেল হল), মো. আবছার (কুলিং কর্ণার), মো. নাসির (মুরগীর দোকান)। আগুনে দোকানে রক্ষিত মালামাল, ফ্রিজ, আসবাবপত্র ও নগদ টাকাসহ পুড়ে প্রায় ১১ লাখ টাকার ক্ষতি হয়। খবর পেয়ে চন্দনাইশ দমকল বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ৩ টি দোকান ও মালামাল পুড়ে ১১ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের। এছাড়া দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ঈদপুকুরিয়া গ্রামের রিকসা চালক শাহজাহানের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এসময় তার নগদ টাকাসহ প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

পূর্ববর্তী নিবন্ধসুধাময়ী সংগ্রাম ও সাফল্যের নাম
পরবর্তী নিবন্ধদেশের চালিকাশক্তি হলো শ্রমজীবী মানুষ