আস্থা রাখায় ধোনিকে ধন্যবাদ জানালেন মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক | শনিবার , ৪ মে, ২০২৪ at ১১:১৩ পূর্বাহ্ণ

আপাতত এবারের মত আইপিএলের এবারের আসর শেষ হয়ে গেছে মোস্তাফিজুর রহমানের। এরই মধ্যে দেশে ফিরে এসেছেন এই কাটার মাস্টার। যোগ দেবেন জিম্বাবুয়ের বিপক্ষে টিটোয়েন্টি সিরিজের দলে। তবে দেশে ফেরার আগে মোস্তাফিজ ভূয়সী প্রশংসা করেছিলেন চেন্নাই সুপার কিংসের মহেন্দ্র সিং ধোনি এবং দলটির ক্যারিবীয়ান ক্রিকেটার ডুয়াইন ব্রাভোর। এমনিতেই মহেন্দ্র সিং ধোনি অনেক ক্রিকেটারের কাছেই অনুপ্রেরণার নাম। ব্যতিক্রম নয় মোস্তাফিজুর রহমানের কাছেও। আইপিএলে এবার ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়েই খেলেছেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। যদিও জিম্বাবুয়ে সিরিজের কারণেই মাঝপথে আইপিএলকে বিদায় জানাতে হয় তাকে। বিসিবির দেওয়া অনাপত্তিপত্র অনুযায়ী, গত ১ মে পর্যন্ত চেন্নাইয়ের হয়ে খেলেছেন মোস্তাফিজ। ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়ে এখন পর্যন্ত দলের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। তার বিদায় নিয়ে আগেই মন খারাপের কথা জানিয়েছেন চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং ও ব্যাটিং কোচ মাইক হাসি।

বিদায় বেলায় মোস্তাফিজকে নিজের অটোগ্রাফ সম্বলিত একটি জার্সি উপহার দেন ধোনি। যেখানে লেখা ছিল, ‘মোস্তাফিজের প্রতি ভালোবাসা। সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে ধোনিকে ধন্যবাদ জানিয়েছেন মোস্তাফিজ। বাঁহাতি এই পেসার লিখেছেন, সবকিছুর জন্য ধন্যবাদ মাহি (ধোনি) ভাই। আপনার মতো কিংবদন্তির সঙ্গে একই ড্রেসিংরুম ভাগাভাগি করে নেওয়াটা ছিল বিশেষ এক অনুভূতি। সবসময় আমার প্রতি আস্থা রাখার জন্য ধন্যবাদ। আপনার মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ, আমি সেগুলো মনে রাখব। আপনার সঙ্গে শিগগিরই আবারও খেলতে এবং দেখা করতে মুখিয়ে আছি। এবারের আসরে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না ধোনি। যদিও উইকেটের পেছন থেকে ঠিকই দিকনির্দেশনা দিয়েছেন মোস্তাফিজকে। তাই বাঁহাতি এই পেসারের সফলতার পেছনে তার অবদান অনস্বীকার্য। সেই কৃতাজ্ঞতাই ফেসবুকের মাধ্যমে জ্ঞাপন করলেন মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে এবার ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট শিকার করলেও আইপিএলে তার দ্বিতীয় সেরা মৌসুম এটি। ২০২১ আসরে রাজস্থান রয়্যালসের হয়ে ১৪ উইকেট নিলেও ম্যাচ খেলেছিলেন ১৪টি। সেরা মৌসুম কাটিয়েছেন তিনি অভিষেক আসরে, ২০১৬ সালে। সেবার সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে ১৭ উইকেট নিয়েছিলেন ১৬ ম্যাচে। দেশে ফেরার পর আপাতত কিছুটা বিশ্রাম নিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে চলতি টিটোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে যদিও রাখা হয়নি তাকে। তবে শেষ দুই ম্যাচের দলে তাকে রাখা হবে। বিশ্বকাপের আগে তাকে শারীরিক ও মানসিকভাবে চাঙা রাখতে চায় বিসিবি।

পূর্ববর্তী নিবন্ধপাঁচ বছর পর সাকিবের ব্যাটে সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধআবাহনী-ব্রাদার্স ম্যাচ দিয়ে প্রিমিয়ার লিগের নবম রাউন্ড শুরু আজ