মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের : মেয়র

| বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:১৫ পূর্বাহ্ণ

মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে শিক্ষার্থীদের নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী। সোমবার রাবেয়া বসরী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান২০২৪ এ প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ছাত্রদের মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে এগিয়ে যাওয়ার আহবান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, জঙ্গিবাদ, মৌলবাদ, সামপ্রদায়িক চিন্তার বিপরীতে শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে। আজ যারা শিক্ষার্থী তারাইতো ভবিষ্যতে বিভিন্নভাবে নেতৃত্ব দিবে, তাই ছাত্রদের গড়তে হবে যুগোপযোগী উপায়ে। বঙ্গবন্ধুর ক্ষুধামুক্তদারিদ্রমুক্ত বাংলাদেশের স্বপ্নপূরণ হবে শিক্ষার্থীদের হাত ধরে।”

অনু্‌ষ্ঠানে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা একেএম বেলায়েত হোসেন, প্যানেল মেয়র গিয়াস উদ্দিনসহ বিদ্যালয় পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেল সিএনজি টেক্সি
পরবর্তী নিবন্ধঅধ্যাপক আবু তাহেরকে ইউজিসির বিদায় সংবর্ধনা