সাবেক মেয়র মনজুর আলমের মানবিক কার্যক্রম চলমান

| মঙ্গলবার , ২৩ এপ্রিল, ২০২৪ at ১০:৫৬ পূর্বাহ্ণ

মানব সেবার ব্রত নিয়ে সাবেক মেয়র মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন প্রতিষ্ঠার মধ্যদিয়ে মানব সেবায় নিজেকে সম্পৃক্ত করেন। পরবর্তীতে তার ছেলেরা তাদের মাবাবার নামে হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। উভয় প্রতিষ্ঠানের মাধ্যমে এযাবত ১০২ টি প্রতিষ্ঠানের মাধ্যমে সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন। মসজিদ, এতিমখানা, মাদ্রাসা, হেফজখানা, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতালসহ নানামুখী কার্যক্রমের মধ্যে আরো রয়েছে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দেয়া, বেকারদের পুনর্বাসন করা, চক্ষুসহ নানা মুখী চিকিৎসা সেবা প্রদান, পানিয় জলের চাহিদা পুরণ, দুর্যোগ দুর্বিপাক, অগ্নিকান্ড, ভুমিকম্প ও ঘুর্ণিঝড়সহ নানা দুর্যোগে পতিত আর্তমানবতার সেবার পাশাপাশি রমজানে দু:স্থ রোজাদারদের ইফতার সেহেরী সামগ্রী ও নতুন বস্ত্র দান করে নানামুখী মানবিক সেবা কার্যক্রমে নিয়োজিত আছেন তিনি। এসবের মধ্যে নিয়মিত কিছু দান খয়রাত এবং সপ্তাহে ৩ দিন মানব কল্যাণে বেশী বেশী কাজ করেন মানবিক মেয়র মোহাম্মদ মনজুর আলম। সম্প্রতি তিনি তার ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখাশোনার জন্য মাদামবিবি যান। যাওয়ার পথে তার চোখে পড়ে প্রতিবন্ধীসহ কিছু দু:খী মানুষ। তিনি তাৎক্ষনিক অত্র এলাকার গরীব দু:খী নারীপুরুষ ও শিশুদের হোছনে আরা মনজুর ডেইরী ফার্মে ডেকে আনেন। তিনি সকলকে ভালমন্দের খোঁজ খবর নেন এবং নারীদের হাতে শাড়ি, পুরুষদের লুঙ্গি এবং শিশুদের হাতে নতুন টাকা প্রদান করেন। তিনি সব সময়েই সকল বিত্তবানদের মানব কল্যানে অবদান রাখার বিষয়ে উৎসাহ দিয়ে থাকেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ১৮ কোটি টাকা ব্যয়ে রাউজানে তিনটি সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধআত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠতে সর্বজনীন পেনশন স্কিমের বিকল্প নেই