অধ্যাপক আবু তাহেরকে ইউজিসির বিদায় সংবর্ধনা

| বুধবার , ২০ মার্চ, ২০২৪ at ৫:১৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিযুক্ত হওয়ায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মো. আবু তাহেরকে ইউজিসিতে তার শেষ কর্মদিবসে বিদায় সংবর্ধনা দিয়েছে ইউজিসি।

কমিশনের অডিটোরিয়ামে গতকাল এ বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর। ইউজিসি সচিব ড. ফেরদৌস জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিশনের সদস্য অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন, অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, অধ্যাপক ড. হাসিনা খান অনুভূতি প্রকাশ করেন। এছাড়া, অনুষ্ঠানে কমিশনের বিভিন্ন বিভাগীয় প্রধান, ইউজিসি অফিসার্স এসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক আলমগীর বলেন, ইউজিসি এবং দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় একাধিক নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নে অধ্যাপক ড. মো. আবু তাহের অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আর্থিক খাতে স্বচ্ছতা আনয়নের মাধ্যমে অডিট আপত্তির সংখ্যা কমিয়ে আনা সম্ভব হয়েছে। উপাচার্য হিসেবে অধ্যাপক ড. মো. আবু তাহের তার দীর্ঘদিনের শিক্ষা, প্রশাসন ও গবেষণা ক্ষেত্রের অভিজ্ঞতা কাজে লাগিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি আরো উজ্জ্বল করতে সক্ষম হবেন। ‘আউট অব দা বক্স’ কাজ করার মাধ্যকে একটি অনন্য নজির স্থাপন করবেন।

প্রফেসর আবু তাহের চবির সবাইকে নিয়ে একটি টিম হিসেবে কাজ করবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ে চলমান সংকট সমাধানে সবার সহযোগিতা প্রত্যাশা করেন। আইন ও বিধি বিধান মেনে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন বলেও তিনি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার অসমাপ্ত লড়াইয়ে নেতৃত্ব দিতে হবে শিক্ষার্থীদের : মেয়র
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগী কল্যাণ সমিতির সভা