মীরসরাইয়ে ‘বিদ্যুৎস্পৃষ্টে’ নির্মাণ শ্রমিকের মৃত্যু

মীরসরাই প্রতিনিধি | বুধবার , ৯ আগস্ট, ২০২৩ at ১০:৫৭ পূর্বাহ্ণ

মীরসরাই সদরে নির্মাণাধীন মিনি স্টেডিয়ামের গ্যালারি ও ভবনের পাইলিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যায় গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত টুলু মিয়া (৪০) খুলনা জেলার রুপসা থানার দৌলতপুর গ্রামের বাসিন্দা।

নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, গতকাল সন্ধ্যা ৬টায় পাইলিংয়ের কাজ করার সময় টুলু হঠাৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে ক্রেনের উপর থেকে নিচে পড়ে যায়। তাকে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে ইমার্জেন্সিতে কর্মরত ডাক্তার এরশাদুল হক তাকে মৃত ঘোষণা করেন। তবে প্রত্যক্ষদর্শীরা বিদ্যুতায়িত হয়েই টুলু ক্রেন থেকে পড়ে গেছিলেন জানালেও ঠিকাদারের প্রতিনিধি আলাউদ্দিন বলেন, নিহত ব্যক্তি হঠাৎ পড়ে যান। স্থানীয় পৌর কাউন্সিলর নুরুন নবী বলেন, আমি জেনেছি ওই শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ে গেছে। বিদ্যুতের লাইন পাইলিং থেকে অনেক দূরে।

পৌর মেয়র গিয়াস উদ্দিন বলেন, দুর্ঘটনার ব্যাপারে আমরা অবহিত নই। তবুও বিষয়টি নিয়ে খোঁজ নিবো।

মীরসরাই থানার ওসি কবির হোসেন বলেন, এই বিষয়ে কেউ আমাদের এখনো অবগত করেনি। তবে খোঁজখবর নিয়ে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
পরবর্তী নিবন্ধনালায় পড়ে প্রাণ হারানো নিপার পরিবারের পাশে মেয়র