ভোটে জিতলে রাশিয়ায় বন্দি মার্কিন সাংবাদিককে মুক্ত করে আনার প্রতিশ্রুতি ট্রাম্পের

| শনিবার , ২৫ মে, ২০২৪ at ৮:১০ পূর্বাহ্ণ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নিজের সম্পর্কের প্রভাব খাটিয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে দেশটিতে বন্দি ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে মুক্ত করে আনার কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

তবে এজন্য শর্ত বেধে দিয়েছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট এবং এবারের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলীয় একমাত্র প্রার্থী ট্রাম্প। সেই শর্ত হলো, আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে তার জয়। গতবছর ২৯ মার্চ গুপ্তচরবৃত্তির অভিযোগ তুলে গার্শকোভিচকে রাশিয়ার চতুর্থ বৃহৎ নগরী ইয়েকাতেরিনবুর্গ থেকে গ্রেপ্তার করা হয়। মস্কোর একটি আদালতে তার বিচার চলছে। খবর বিডিনিউজের।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ’ এ লিখেছেন, আগামী ৫ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে ভোটের পরপরই তিনি গার্শকোভিচকে মুক্ত করে আনবেন। ট্রাম্প লেখেন, “ইভান গার্শকোভিচ, ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক, যিনি রাশিয়ায় বন্দি, যাকে ভোটের একদম পরপরই মুক্ত করে আনা হবে, অবশ্যই আমি শপথ গ্রহণের আগে। তিনি দেশে থাকবেন, নিরাপদে এবং তার পরিবারের সঙ্গে।

পূর্ববর্তী নিবন্ধরাইসির হেলিকপ্টার দুর্ঘটনার নতুন তথ্য দিল তদন্ত কমিটি
পরবর্তী নিবন্ধজর্জিয়ার ওপর ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাষ্ট্র