ইপিজেডে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক ১২

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ মে, ২০২৪ at ৭:৫৪ পূর্বাহ্ণ

নগরীর ইপিজেড থানাধীন বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার দায়ে ৬ নারীসহ ১২ জনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো সাজু বড়ুয়া (২৭), মো. হাসান (২৮), রাশেদ কামাল (৩০), মো. সোহাগ (২১), মো. সোহেল হোসাইন (৩১), মো. নিজাম উদ্দিন, নাজমা আক্তার (২৬), বিবি কুলছুম (২১), ফাহিমা (২০), রুকসানা আক্তার (২৪), শারমিন আক্তার (২১) ও মুসলিমা আক্তার (১৮)। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোছাইন জানান, ইপিজেড থানা এলাকার হোটেল ব্লুসোম, হোটেল রেড ব্লু ও হোটেল নুর নামের আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনারী ও শিশুর প্রতি সহিংসতার উপস্থাপন: সংবাদপত্রের দায়
পরবর্তী নিবন্ধনিষেধাজ্ঞা অমান্য করে শিকার, সীতাকুণ্ডে ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ