মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের ফুটবল ফেস্টিভ্যাল ৪ ফেব্রুয়ারি শুরু

| সোমবার , ৩১ জানুয়ারি, ২০২২ at ১২:২৩ অপরাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাবের অভ্যন্তরীণ ফুটবল ফেস্টিভ্যাল আগামী ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এ উপলক্ষে প্লেয়ার ড্রাফট গত ২৮ জানুয়ারি শুক্রবার কলেজিয়েট স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক আফসার উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্য সচিব আলাউদ্দীন ভূঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি পরিচালক ও ক্লাবের সদস্য আদনানুল ইসলাম চৌধুরী। এতে ক্লাব কর্মকর্তাদের নিয়ে ৫টি দল নির্ধারণ করা হয়। দলগুলো হচ্ছে: শোভনীয়া ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর আলমের দল তুষার-আবির ফাউন্ডেশন, সাবেক সহ-সভাপতি ইকবাল হোসেনের দল দিয়া ফাউন্ডেশন, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজের দল তাহমিদ ফাউন্ডেশন, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নুর জাহেদ বাবলুর দল নূর ফাউন্ডেশন, একাডেমি পরিচালক মিনহাজ মাসুমের দল ফয়সাল ফাউন্ডেশন। পাঁচ দলের ফুটবল কোচ হয়েছেন, মোহাম্মদ আলী, সাইদুল আলম বুলবুল, মহসীন সাজু, নূর হোসেন দৌলত, মহসীন আলী বাদশা। প্লেয়ার্স ড্রাফটে প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়াড় এবং প্রতিটি দলে ১ জন করে বাইরের গোলকিপার অংশগ্রহণ করতে পারবে।
উদ্বোধনী ম্যাচে অংশ নেবে তুষার-আবির ফাউন্ডেশন এবং দিয়া ফাউন্ডেশন। প্লেয়ার ড্রাফট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহবায়ক কমিটি সদস্য মোশাররফ হোসেন লিটন ও ফারুক রানা, মিঠু, আলাউদ্দিন, ঈসমাইল, সানি, সাইফুর রহমান রানা, সাইমন আহমেদ শাহেদ, লোকমান, মাকসুদ, ইমন হোসেন, শহীদ,আলামিন, মান্না প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় অশেষ তালুকদার কেবলা স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন
পরবর্তী নিবন্ধএম এ হাশেম ফাউন্ডেশনের ব্যাডমিন্টন টুর্নামেন্ট সমাপ্ত