আকবরিয়া স্কুল এন্ড কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলার অন্তর্গত হাটহাজারী উপজেলার ‘আকবরিয়া স্কুল এন্ড কলেজ কর্তৃক গত শনিবার ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) যমুনা পারভীন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য, উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আকবরিয়া স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন শাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন গভর্নিং বডির সদস্য মোহাম্মদ সেলিম মাস্টার, মোহাম্মদ নাজিম উদ্দিন মিয়াজী, সৈয়দ মোহাম্মদ এনামুল হক, সহকারী অধ্যাপক এস এম রাশেদ, জ্যেষ্ঠ প্রভাষক মোহাম্মদ সেলিম উল্লাহ, সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিন, সহকারী শিক্ষক খোরশেদুল ইসলামসহ শিক্ষক ও শিক্ষার্থীগণ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্যেষ্ঠ প্রভাষক শামসুল আলম তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহাল চই দিয়েরে গিয়ে গই রনিদা
পরবর্তী নিবন্ধদুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সর্বদা প্রস্তুত: পেয়ারুল