দুর্যোগ মোকাবিলায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সর্বদা প্রস্তুত: পেয়ারুল

| সোমবার , ২৭ মে, ২০২৪ at ৮:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সহযোগিতায় ঘূর্ণিঝড় ‘রেমাল’ মোকাবেলায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিট কার্যালয়ে কন্ট্রোল রুম স্থাপন এবং বাশঁখালী, কর্ণফুলী, সন্দ্বীপ, সীতাকুণ্ড ও মীরসরাই উপজেলায় জনসচেতনামূলক বার্তা প্রচার ও সাতকানিয়া উপজেলায় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় কার্যক্রম বাস্তবায়ন করা হয়।

দুর্যোগ মোকাবেলায় যুব রেড ক্রিসেন্ট, জেলা ইউনিট কার্যালয় কন্ট্রোল রুমে কার্যক্রম পরিদর্শন ও সার্বিক বিষয় নিয়ে সমন্বয় সভায় প্রধান অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি ও জেলা পরিষদ চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন জেলা ইউনিটের কার্যকরী পর্ষদ সদস্য রাইসুল ইসলাম চৌধুরী এমিল, ইউনিট লেভেল অফিসার আব্দুল মান্নান, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন হাসপাতালের প্রধান প্রশাসনিক কর্মকর্তা আশরাফ উদ্দৌলা সুজন, প্রশাসনিক কর্মকর্তা গিয়াস উদ্দিন, সিনিয়র যুব সদস্য মিল্টন দাশ বিজয়। সভা সঞ্চালনা করেন যুব রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ।প্রধান অতিথি বলেন, দুর্যোগ মোকাবেলায় রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকরা সর্বদা প্রস্তুত। জেলা পর্যায়ে রেড ক্রিসেন্টের ঘূর্ণিঝড় মোকাবেলায় যেকোন দুর্যোগে মানুষের কল্যাণে মানুষকে সচেতন করা, নিরাপদ স্থানে সরিয়ে আনা, খাদ্য সহায়তা সহ মানবিক কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, দুর্যোগে মানুষ হিসেবে মানুষের পাশে থেকে কাজ করলে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরিয়া স্কুল এন্ড কলেজে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
পরবর্তী নিবন্ধ‘সিগন্যাল শুরু হলে ঘুমাতে পারি না’