ভবন মালিককে খুনে কেয়ারটেকারের যাবজ্জীবন

আজাদী প্রতিবেদন | সোমবার , ২৭ মে, ২০২৪ at ৭:১৩ পূর্বাহ্ণ

নগরীর পশ্চিম খুলশীতে ভবন মালিককে খুনের মামলায় মোহাম্মদ হাসান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ভিকটিম ভবন মালিকের বাসার কেয়ারটেকার ছিলেন দণ্ডিত মোহাম্মদ হাসান। গতকাল চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঞা এই রায় ঘোষণা করেন। এ সময় মোহাম্মদ হাসান কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী আজাদীকে বলেন, যাবজ্জীবন দণ্ডের পাশাপাশি পৃথক আরেকটি ধারায় মোহাম্মদ হাসানকে আদালত পাঁচ বছরের কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দিয়েছেন। বিচার প্রক্রিয়ায় ১৬ জনের সাক্ষ্য রেকর্ড করা হয়েছে বলেও জানান তিনি। আদালত সূত্র জানায়, ২০২১ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিম খুলশীর জালালাবাদ আবাসিক এলাকার জমির হাউজিং সোসাইটিতে নির্মাণাধীন একটি ভবনে খুনের শিকার হন ভবন মালিক নিজাম পাশা। ভবনের ময়লাআবর্জনা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় তার হাতপা বাঁধা ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী সেলিনা ইয়াসমিন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ মোহাম্মদ হাসানের বিরুদ্ধে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি চার্জশিট দাখিল করেন। এতে বলা হয়, মাত্র ২০ হাজার টাকার জন্য ভবন মালিক নিজাম পাশাকে খুন করেন কেয়ারটেকার মোহাম্মদ হাসান। একপর্যায়ে একই বছরের ১৯ জুলাই তার বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর নির্দেশ দেন বিচারক। ফটিকছড়ি উপজেলার ধুরং ইউনিয়নে নিজাম পাশার বাড়ি বলে আদালত সূত্র জানায়।

পূর্ববর্তী নিবন্ধ১৭ ঘণ্টা বন্ধ ছিল শাহ আমানত বিমানবন্দর
পরবর্তী নিবন্ধঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন ও শাটল আধুনিকায়নের সুপারিশ