ভারত গেল চট্টগ্রামের তিনজনসহ ২৫ সদস্যের প্রতিনিধি দল

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী

| মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৪৪ পূর্বাহ্ণ

ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যৌথভাবে পালন করতে ভারত গেছে বীর মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে ২৫ সদস্যের প্রতিনিধি দল।

এই দলে রয়েছেন চট্টগ্রামের তিনজন বীর মুক্তিযোদ্ধা নুরুল আনোয়ার ভূইয়া, সমাজকর্মী ও সাংবাদিক বিপ্লব দে পার্থ এবং আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য আরশেদুল আলম বাচ্চু। বাকি ২২ জন বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা।

ভারতের মেঘালয় রাজ্যে গতকাল ৯ মে থেকে ১৪ মে পর্যন্ত রয়েছে নানা কর্মসূচি। ভারত ও বাংলাদেশের মৈত্রীপূর্ণ সম্পর্ক এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উপলক্ষে ভারত সরকারের ডিফেন্স উইংয়ের উদ্যোগে এই আয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহালদায় বড়শি দিয়ে মাছ ধরায় দুই শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধমেহনতি জনতার ভাগ্য পরিবর্তন করা গেলেই বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ হবে