হালদায় বড়শি দিয়ে মাছ ধরায় দুই শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১০ মে, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

হালদায় বড়শি ফেলে ১৪ কেজি ওজনের বোয়াল মাছ শিকারের অপরাধে দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত পাঁচ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে।

গহিরা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আবসার বলেছেন গত ৯ মে রোববার রাতে কোতোয়ালীঘোনা এলাকায় হালদা নদীতে বড়শি ফেলে স্থানীয় দুই ব্যক্তি নুর মোহাম্মদের পুত্র নাজিম উদ্দিন (৫০) ও আবদুল জলিল সারাং এর পুত্র সাইদুল ইসলাম একটি ১৪ কেজি ওজনের বোয়াল মাছ শিকার করে ঘরে নিয়ে রাখে।

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে হালদায় বড়শি ফেলে মাছ শিকারের অপরাধে তাদের ধরে প্রশাসনের হাতে তুলে দেয়ার নির্দেশ প্রদান করেন সাংসদ। চেয়ারম্যান মাছসহ দুই ব্যক্তিকে থানায় সোপর্দ করেন। বিষয়টি স্বীকার করেন থানা ওসি আবদুল্লাহ আল হারুন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন অবৈধভাবে মাছ শিকারের দায়ে ভ্রাম্যমাণ আদালত আইনে দুজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। শিকার করা রাক্ষুসে মাছটি হস্তান্তরের সময় মরা ছিল। এটি এতিমখানায় শিক্ষার্থীদের জন্য দেয়া হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাসি খাবার বিক্রি করায় এক দোকানিকে জরিমানা
পরবর্তী নিবন্ধভারত গেল চট্টগ্রামের তিনজনসহ ২৫ সদস্যের প্রতিনিধি দল