বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

| মঙ্গলবার , ১১ মে, ২০২১ at ৪:১৪ পূর্বাহ্ণ

নতুন করোনাভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া ভারতীয় ধরনটিকে ‘বিশ্বের উদ্বেগ’ হিসেবে চিহ্নিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল সোমবার সংস্থার এক সংবাদ সম্মেলনে ভারতীয় ধরনটির বিষয়ে ডব্লিউএইচওর সতর্কতা আসে বলে রয়টার্স জানিয়েছে। খবর বিডিনিউজের।
প্রায় দেড় বছর আগে মানুষে সংক্রমিত হওয়া নতুন করোনাভাইরাস রূপ বদল করে চলছে। এর মধ্যে গত বছর ভারতে এর যে পরিবর্তিত রূপ শনাক্ত হয়েছে, তার আনুষ্ঠানিক নাম বি.১.৬১৭ হলেও এটি ‘ইন্ডিয়া ভ্যারিয়েন্ট’ নামেই পরিচিতি পেয়েছে। প্রায় দুই ডজন দেশে পৌঁছেছে এই ধরনটি; এটার তিনটি ‘সাব টাইপ’র মধ্যে একটি বাংলাদেশেও শনাক্ত হয়েছে। সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর কারিগরি কমিটির প্রধান মারিয়া ফন কারখোভ বলেন, ‘আমরা বিশ্বজুড়ে একে ভ্যারিয়েন্ট অব কনসার্ন হিসেবে চিহ্নিত করেছি ।’ প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই ধরনটির দ্রুত ছড়িয়ে পড়ার ইঙ্গিত মিলেছে বলে ডব্লিউএইচও জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশসহ চার দেশ থেকে ভ্রমণে আমিরাতের নিষেধাজ্ঞা
পরবর্তী নিবন্ধযে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা