বিপিএল শেষ তাসকিনের

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৮ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৫ পূর্বাহ্ণ

নিজেদের মাঠে ভাল কিছু করার চিন্তা করছিলেন বিপিএলের দল সিলেট সানরাইজার্সের পেসার তাসকিন আহমেদ। কিন্তু সেটা আর হলো না। হতাশার মধ্য দিয়ে মাঠের বাইরে ছিটকে গেলেন তাসকিন আহমেদ। এবারের বিপিএলে আর খেলতে পারছেন না সিলেট সানরাইজার্সের ফাস্ট বোলার। দলের সঙ্গে থাকলেও পিঠের ব্যথার কারণে গত কিছুদিন ধরে অনুশীলন করতে পারছিলেন না তাসকিন। এবার শেষই হয়ে গেল তার সম্ভাবনা। বদলি হিসেবে তরুণ পেসার একেএস স্বাধীনকে দলে নিয়েছে সিলেট। বিপিএলের চট্টগ্রাম পর্বে গত ২৮ ও ২৯ জানুয়ারি ম্যাচ খেলেন তাসকিন। ইনজুরির কবলে পড়েন সেখানেই। ঢাকা ফিরে কোনো ম্যাচ খেলতে বা অনুশীলন করতে পারেননি। দলের সঙ্গে সিলেটও যান তিনি। কিন্তু শেষ পর্যন্ত ফিরে যেতে হচ্ছে। বিপিএলের পরপরই আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ। সেদিকে চোখ রেখেই তাসকিনকে নিয়ে সাবধানী থাকতে হচ্ছে বিসিবিকে। দুদিন আগে সিলেটের ফিজিও জয় সাহা জানিয়েছিলেন তার এই পিঠের ইনজুরি আগে থেকেই ছিল। চট্টগ্রামের ম্যাচ শেষ হওয়ার পর একটি স্টিফনেস ছিল। তিনি সেটা জানানোর পর আমরা এমআরআই করাই। পুরনো ইনজুরিও ফিরে এসেছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না। কারণ সামনে আফগানিস্তানের সফর আছে এখানে। সেই সিরিজে যেন খেলতে পারে সেটাও দেখতে হচ্ছে। সম্পূর্ণভাবে ব্যথামুক্ত হতে না পারলে আমরা তাকে খেলাতে পারছি না। এবারের বিপিএল অবশ্য খুব ভালো কাটেনি তার। ৪ ম্যাচ খেলে তাসকিনের শিকার ৫ উইকেট।

পূর্ববর্তী নিবন্ধবাংলা ট্র্যাক টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনাল সম্পন্ন
পরবর্তী নিবন্ধকুমিল্লাকে হারিয়ে শীর্ষে সাকিবের বরিশাল