চট্টগ্রাম পর্বের ফাইনাল আজ

জাতীয় স্কুল ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

বিসিবি আয়োজিত ইয়াং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টের চট্টগ্রাম পর্বে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে সানশাইন গ্রামার স্কুল। গতকাল শনিবার বাকলিয়াস্থ সিটি কর্পোরেশন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা বন্দর স্কুলকে ২ উইকেটে পরাজিত করে। ৮ দলের নকআউট পদ্ধতির এ টুর্নামেন্টের ফাইনালে তারা আজ মহিলা কমপ্লেঙ মাঠে নাসিরাবাদ সরকারি স্কুলের বিপক্ষে খেলবে।

দ্বিতীয় সেমিফাইনালে গতকাল টসে জিতে আগে ব্যাট করে বন্দর স্কুল ৪২.৪ ওভারে ১৭২ রানে অলআউট হয়। তাদের সর্বোচ্চ ৩৮ রান আসে মাহির শাহরিয়ার প্রিয়মের ব্যাট থেকে। অতিরিক্ত রানও হয় ৩৮। এ ছাড়াও ওয়াহিদ মুরাদ ৩৪, শাফায়েত হোসেন ২১, মেহরাব খান ১৯ ও আবদুর নূর অপরাজিত ১০ রান করে। সানশাইনের ইব্রাহিম ও আরশাদুল ৩টি করে উইকেট নেয়। এছাড়া ফরহাদ ২টি এবং ইমরান সামি ১টি উইকেট পায়। জবাবে ব্যাট করতে নেমে সানশাইন গ্রামার স্কুল ৪৩.৩ ওভারে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দলের টপ অর্ডারে আরশাদুল ১, ইমরান ৯ ও আওসাফ ৯ সুবিধা করতে না পারলেও মিডল অর্ডারে ফরহাদ ৩১, আদিল চৌধুরী ৪৫, মাহির ২৫, আদিব আহনাফ ১৬ রান করে। শেষের দিকে ইব্রাহিম ৬, ইমরান হোসেন সামি অপ. ৮ ও আওয়ান খান অপ.১ মাটি কামড়ে পড়ে থেকে দলকে জয় এনে দেয়। অতিরিক্ত থেকে যোগ হয় ২২ রান। বন্দরের পক্ষে মাহির শাহরিয়ার প্রিয়ম ১১ রানে ৪টি উইকেট নেয়। এ ছাড়া শাফায়েত হোসেন ৩টি ও মিনহাজুল হক ১টি উইকেট পায়। ম্যাচ সেরা হয় সানশাইন গ্রামার স্কুলের ফরহাদ। আজ মহিলা কমপ্লেঙ মাঠে স্কুল ক্রিকেটের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা শুরু হবে সকাল ৯টায়। ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিসিবি পরিচালক ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ... নাছির উদ্দীন।

পূর্ববর্তী নিবন্ধগণতন্ত্র উদ্ধার করতে গণআন্দোলন জোরদার করার আহ্বান
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে আবারো জয়ের ধারায় আবাহনী