গণতন্ত্র উদ্ধার করতে গণআন্দোলন জোরদার করার আহ্বান

সিপিবি পাঁচলাইশ থানার সম্মেলন

| রবিবার , ২৮ এপ্রিল, ২০২৪ at ৯:১৭ পূর্বাহ্ণ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) পাঁচলাইশ থানা কমিটির সম্মেলনে নেতৃবৃন্দ জনগণের ভোটাধিকার, গণতান্ত্রিক বিধিব্যবস্থা ও প্রতিষ্ঠান উদ্ধার করতে বাম বিকল্প শক্তির নেতৃত্বে গণআন্দোলন জোরদার করে লুটপাট, মাফিয়াতন্ত্র উচ্ছেদ করার আহ্বান জানিয়েছেন। বক্তারা দেশের অভ্যন্তরীণ ইস্যুতে সাম্রাজ্যবাদী শক্তি ও আধিপত্যবাদের যে কোনো হস্তক্ষেপ মোকাবেলা এবং ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যা বন্ধে মানবতাবাদী শক্তিকে পথে নামার আহ্বান জানান।

গতকাল শনিবার বাদুরতলার অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতি ছিলেন মোহাম্মদ মহসিন। এতে প্রধান অতিথি ছিলেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী। রিপোর্ট পেশ করেন সাধারণ সম্পাদক রাহাতউল্লাহ্‌ জাহিদ। রিপোর্টের ওপর বক্তব্য রাখেন বিশেষ অতিথি জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও থানা কমিটির সভাপতি মোহাম্মদ মুছা, খোদেজা বেগম, জামালউদ্দিন, প্রদীপ সরকার, গার্মেন্ট শ্রমিক নেতা জাকির হোসেন ও মোহাম্মদ হানিফ। সম্মেলনের নির্বাচনী অধিবেশনে মোহাম্মদ মুছাকে সভাপতি ও রাহাতউল্লাহ্‌ জাহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫ সদস্যের কমিটি গঠিত হয়। অন্য সদস্যরা হলেন রিংকু দে, মোহাম্মদ মহসিন ও খোদেজা বেগম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঈদগাঁও উপজেলার পাঁচ ইউপির ভোট আজ
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম পর্বের ফাইনাল আজ