টি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং

স্পোর্টস ডেস্ক | শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২৮ পূর্বাহ্ণ

সাবেক ভারতীয় ক্রিকেটার যুবরাজ সিং টিটোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্র ও ক্যারিবিয়ান অঞ্চলের যৌথ আয়োজনে অনুষ্ঠিতব্য এবারের আসরে আইসিসির প্রমোশনাল ক্যাম্পেইনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি। এক বিবৃতিতে যুবরাজকে শুভেচ্ছাদূত নিযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। বিশ্বকাপের প্রচারকাজের পাশাপাশি যুবরাজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচের প্রচারে উল্লেখযোগ্য ভুমিকা রাখবেন। নিজের বক্তব্যে ভারতীয় সাবেক এই ক্রিকেটার উচ্ছ্বাস প্রকাশ করে আইসিসিকে ধন্যবাদ জানান। যুবরাজ বলেন আমার ক্রিকেট ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত এসেছে টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে। যার মধ্যে ছয় বলে ছয় ছক্কার রেকর্ডও রয়েছে। তাই এটি খুবই আনন্দের যে সবচেয়ে বড় আসরের অংশ হিসেবে আমি থাকছি। সাবেক এই ভারতীয় ব্যাটার আয়োজক দেশগুলো সম্পর্কেও জানান। তিনি বলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট খেলার জন্য দারুণ একটা স্থান। তাছাড়া দর্শকরা যেভাবে একটা ভাইবের মধ্যে খেলা দেখে তা আসলেই ইউনিক একটা ব্যাপার। এদিকে যুক্তরাষ্ট্রে ধীরে ধীরে যেভাবে ক্রিকেট এগোচ্ছে আমি তাদের এই উন্নতির অংশ হতে পেরে গর্বিত অনুভব করছি। ভারতপাকিস্তান দ্বৈরথ সবসময় ক্রিকেট বিশ্বে সবচেয়ে জনপ্রিয়। এই ম্যাচ নিয়ে তাইতো উচ্ছ্বাস প্রকাশ করেছেন যুবরাজ। তিনি বলেন নিউইয়র্কে ভারতপাকিস্তান দ্বৈরথ হতে যাচ্ছে এই বছরে ক্রিকেটের সবচেয়ে বড় সূচি। এমন ম্যাচের অংশ হওয়া এবং সরাসরি ম্যাচটি দেখার পাশাপাশি নতুন একটি স্টেডিয়ামে বিশ্বের বড় তারকাদের দেখা আমার জন্য সম্মানজক। ক্যারিবিয়ান অঞ্চল ও যুক্তরাষ্ট্রে আগামী ১ জুন থেকে শুরু হবে টিটোয়েন্টি বিশ্বকাপ। ২৯ জুন পর্দা নামবে আসরটির। ২০ দলের মধ্যকার ৯ ভেন্যুতে ৫৫টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবারের আসরে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম বিভাগ ক্রিকেট লিগে শতদল জুনিয়রের জয়
পরবর্তী নিবন্ধবালিকায় চ্যাম্পিয়ন, বালকে রানার্সআপ চট্টগ্রাম বিভাগ