বালিকায় চ্যাম্পিয়ন, বালকে রানার্সআপ চট্টগ্রাম বিভাগ

শেখ রাসেল বীচ ফুটবল

| শনিবার , ২৭ এপ্রিল, ২০২৪ at ৯:২৯ পূর্বাহ্ণ

ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে শেখ রাসেল অনূর্ধ্ব১৫ বালক এবং বালিকা বীচ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় চট্টগ্রাম বিভাগীয় বালিকা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আর বালক দল রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করে। বালিকাদের ফাইনালে চট্টগ্রাম বিভাগ ৪১ গোলে সিলেট বিভাগ বালিকা দলকে পরাজিত করে শিরোপা জিতে নেয়। বালিকাদের টুর্নামেন্ট সেরা খেলোয়াড় ও ৭ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার লাভ করে চট্টগ্রাম বিভাগের মামনি চাকমা। ম্যান অব দ্যা ফাইনালের পুরস্কার লাভ করে চট্টগ্রাম বিভাগের তামান্না আক্তার। আর সেরা গোল রক্ষকের পুরস্কার লাভ করে চট্টগ্রাম বিভাগের ইশিতা ত্রিপুরা। তবে বালক বিভাগের ফাইনালে সেই সিলেট বিভাগের কাছে ৪০ গোলে পরাজিত হয়ে চট্টগ্রাম বিভাগ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। কক্সবাজারের কলাতলীর ডলফিন মোড়ের ডিভাইন ইকো রিসোর্ট পয়েন্টে ফাইনাল খেলা শেষে আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদ। এসময় জাতীয় ক্রীড়া পরিদপ্তর এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম বিভাগীয় দলের ম্যানেজারের দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত চৌধুরী পাবলু। আর টিম ডিরেক্টর হিসেবে ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া অফিসার হারুন অর রশিদ।

পূর্ববর্তী নিবন্ধটি-টোয়েন্টি বিশ্বকাপের শুভেচ্ছা দূত হলেন যুবরাজ সিং
পরবর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেট লিগের অষ্টম রাউন্ড শুরু হচ্ছে আজ