সিএসইতে লেনদেন ১১৫.৪০ কোটি টাকা

আজাদী ডেস্ক | বুধবার , ৮ মে, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছে ১১৫.৪০ কোটি টাকা। ৬,৩৩৪ টি লেনদেনের মাধ্যমে মোট ২১.৮০ লাখ শেয়ার হাতবদল হয়েছে। প্রধান ইনডেক্স সিএসই সার্বিক শেয়ার মূল্যসূচক ৩৪.৪৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১৬,৩৯৬.৪১ পয়েন্টে এবং সিএসই৫০ মূল্যসূচক ১.১৯ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,১৫৮.০৮ তে। এছাড়াও সিএসই শরিয়াহ ইনডেক্সএর মূল্যসূচক ৩.৬১ পয়েন্ট বেড়েছে, যা হলো ১,০৭৫.৩১ পয়েন্টে। সিএসই এসমেক্স ইনডেক্সএর মূল্যসূচক ১৫.৬৬ পয়েন্ট কমেছে, ছিল যা হলো ৩,২৭৫.৭২ পয়েন্ট। গতকাল দিনশেষে সিএসইর বাজার মূলধণের পরিমাণ হলো ৭৪৪,১২৩.০৮ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ হলো ৪৪৮,২৯৫.৪৩ কোটি টাকা। সিএসইতে ৬৪২ স্ক্রিপ্ট এর মধ্যে গতকাল লেনদেন হয়েছে ২৪৪ টির, এর মধ্যে দাম বেড়েছে ১১১ টির, কমেছে ১১৩ টির আর অপরিবর্তিত রয়েছে ২০ টির।

পূর্ববর্তী নিবন্ধপ্রিমিয়ার ক্রিকেটে ষষ্ঠ জয় পাইরেটসের
পরবর্তী নিবন্ধলিবিয়ায় বন্দিত্ব থেকে মুক্তি পেল ১০৭ অভিবাসন প্রত্যাশী