বাংলা ভাষায় ভালোবাসা

সিমলা চৌধুরী | শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:৩৭ পূর্বাহ্ণ

আগুন ঝরা ফাগুন মাসে

শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ারা

বিষাদের স্রোতে ভাসে যখন

স্মরণে আসে ভাষা শহীদেরা।

রফিক, জব্বার, বরকতের

রক্ত মেখে নিজ অম্বরে,

শহীদ মায়ের করুণ আর্তনাদে

ম্লানমুখে ঝরে এই ভূধরে।

উৎসর্গের খাতায় নাম উঠলো

যাদের বর্ণমালার রাখতে মান,

শোধ কেমনে করবো আমরা

ভাষা শহীদদের রক্তের দান।

ফেব্রুয়ারির একুশ আসে

নিয়ে বাহান্নর অমলিন স্মৃতি,

শহীদ মিনারে ফুলের স্রোতে

বর্ণমালারা গায় বিজয়ের গীতি।

বাংলা বাঙালির প্রাণের ভাষা

মায়ের মধুর মায়ায় ঠাসা

এই ভাষাতেই কথা বলে

মিলে আপার শান্তি, ভালোবাসা ।

পূর্ববর্তী নিবন্ধসোনা আলোর একটি দিন
পরবর্তী নিবন্ধবাবা-মায়ের প্রতি দায়িত্ব ও প্রাসঙ্গিক ভাবনা